১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৪২, বিজ্ঞান

পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি’ থেকে আরো ১১টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
২৪. সমস্ত শক্তির মূল উৎসই---।
উত্তর : সমস্ত শক্তির মূল উৎসই সূর্য।
২৫. --- আলো পেয়েই উদ্ভিদ বা গাছপালা বৃদ্ধি পেয়েছে।
উত্তর : সূর্যের আলো পেয়েই উদ্ভিদ বা গাছপালা বৃদ্ধি পেয়েছে।
২৬. উচ্চ তাপমাত্রা থেকে নিন্ম তাপমাত্রার স্থানে তাপ সঞ্চালনের ঘটে---পদ্ধতিতে।
উত্তর : উচ্চ তাপমাত্রা থেকে নিন্ম তাপমাত্রার স্থানে তাপ সঞ্চালনের ঘটে তিন পদ্ধতিতে।
২৭. কোনো কঠিন বস্তুর ভেতর দিয়ে তাপ সঞ্চালিত হয়--- পদ্ধতিতে।
উত্তর : কোনো কঠিন বস্তুর ভেতর দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে।
২৮. বস্তুর এক প্রান্ত উচ্চ তাপমাত্রায় থাকলে তাপ ধীরে ধীরে---এলাকায় প্রবাহিত হয়।
উত্তর: বস্তুর এক প্রান্ত উচ্চ তাপমাত্রায় থাকলে তাপ ধীরে ধীরে নিন্ম তাপমাত্রার এলাকায় প্রবাহিত হয়।
২৯. --- তাপমাত্রার অণু থেকে তাপ নিন্মতাপের অণুতে যেতে থাকে।
উত্তর : উচ্চ তাপমাত্রার অণু থেকে তাপ নিন্মতাপের অণুতে যেতে থাকে।
৩০. তাপ ও আলোর তরঙ্গ--- মাধ্যমেও সঞ্চালিত হতে পারে।
উত্তর : তাপ ও আলোর তরঙ্গ শূন্য মাধ্যমেও সঞ্চালিত হতে পারে।
৩১. আলো পরিচলন ও পরিবহন পদ্ধতিতে--- হয় না।
উত্তর : আলো পরিচলন ও পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয় না।
৩২.আলো শুধু--- পদ্ধতিতে সঞ্চালিত হয়।
উত্তর : আলো শুধু বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।
৩৩. বস্তুকে গরম বা ঠাণ্ডা রাখার জন্য--- ব্যবহার করা হয়।
উত্তর : বস্তুকে গরম বা ঠাণ্ডা রাখার জন্য থার্মোফ্লাক্স ব্যবহার করা হয়।
৩৪. শক্তির একটি বড় বৈশিষ্ট্য হলো একে--- করা যায় না।
উত্তর : শক্তির একটি বড় বৈশিষ্ট্য হলো একে ধ্বংস করা যায় না।


আরো সংবাদ



premium cement